আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আমবাড়ি গ্রামে ডাকাতি করার প্রস্তুতি কালে চারজন ভুয়া RAB সদস্যকে আটক করতে সক্ষম হন স্থানীয় জনগণ। স্থানীয়দের দাবি ১৬-০৯-২০২৫ তারিখ রাত আনুমানিক ০৯.১০ ঘটিকার সময় একজন পান বিক্রেতার কাছ থেকে তল্লাশি করে জোরপূর্বক ভয়-ভীতি দেখিয়ে তার পরনের প্যান্টের পকেট থেকে নগদ ৩১০০ তিন হাজার এক শত টাকা ও আরেক জনের কাছ থেকে তল্লাশির নামে প্যান্টের পকেট থেকে ১৫০০( এক হাজার পাঁচশত টাকা) নিয়ে যান RAB লেখা কটি পরিহিত চারজন সদস্য। আমবাড়ি গ্রামে মৃত মাখন লাল বৈষ্ণবের পুত্র পুলক বৈষ্ণব সাংবাদিকদের জানান তার সন্দেহ হলে সে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়েন একপর্যায়ে ভুয়া RAB লেখা কটি পরিহিত ৪ জন পুলক বৈষ্ণব কে মারধর করেন তাকে গ্রেফতার করার ভয় দেখান এবং তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন এতে সন্দেহ হলে স্থানীয়রা তাদেরকে ভুয়া RAB বুঝতে পেরে আগৈলঝাড়া থানা পুলিশের সহযোগিতা নেন এক পর্যায়ে স্থানীয় জনতা ধাওয়া করে তিনজন ভুয়া RAB
ধরে ফেলেন এ সময় একজন পালিয়ে যান। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ অলিউল ইসলাম তাৎক্ষণিক সঙ্গেও ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ভুয়া RAB লেখা কটি পরিহিত তিনজনকে আটক করতে সক্ষম হন। আটককৃত ভুয়া RAB কটি পরিহিত আসামীরা হলেন। ১ নং আসামী আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের উত্তর চাঁদত্রিশিরা গ্রামের দুলাল মোল্লার ছেলে রমজান মোল্লা(২৮), ২ নং আসামী পূর্ব পয়সা গ্রামের নগেন হালদারের পুত্র নরোত্তম হালদার(৩৪), ৩ নং আসামী নাগিড় পাড় গ্রামের মৃত আঃ মাজেদ মোল্লার পুত্র রাসেল মোল্লা, ৪ নং আসামী অজ্ঞাতনামা মোঃ সুমন (৪২) পিতা অজ্ঞাত গ্রাম অজ্ঞাত থানা ও জেলা অজ্ঞাত। ভুয়া RAB কটি পরিহিত আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে গ্রেফতার করে বুধবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়।