সিনিয়র স্টাফ রিপোর্টার আকাশ মাহমুদ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর কালীবাড়ি গ্রামে তিন মাদক ব্যবসায়ীকে ৭০০ পিস ইয়াবা ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ স্থানীয়দের সহায়তায় আটক করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ অলিউল ইসলাম সঙ্গীও ফোর্স নিয়ে স্থানীয় জনগণের সহায়তায় মাদক ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা পিযুষ হাওলাদারের বসত বাড়িতে অভিযান চালিয়ে মাদক সহ তিনজনকে আটক করেছে । আসামীরা হলেন আস্কর গ্রামের মৃত খবির হাওলাদারের পুত্র শাহাদাত হাওলাদার (পিযুষ) , চাঁদত্রিশিরা গ্রামের মৃত মজিদ বক্তিয়ারের ছেলে ফরিদ বক্তিয়ার , সাইফুল বখতিয়ারের ছেলে শাওন বক্তিয়ার । এলাকাবাসী মাদক সম্রাট পীযূষকে আটকের খবর পেয়ে আনন্দ রেলি বের করে। এ সময় মাদক যদি বক্তব্য রাখেন বাগধা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল বক্তিয়ার , যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক হোসেন, মোঃ রেজাউল হোসেন ও আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক।আরো উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা মাদকের বিরুদ্ধে আলোচনা সভা করেন।